নিয়ম

কাউন্সিলর বরাবর দরখাস্ত লেখার নিয়ম?

বাংলাদেশের সংবিধানের একটি পরিচিত শব্দ হচ্ছে কাউন্সিলর। কাউন্সিলর বলতে বোঝায় সিটি কর্পোরেশন কিংবা মেয়রের সদস্যদের পর যিনি অবস্থান করে থাকেন তাকে কাউন্সিলর বলা হয়। মেয়রকে সাহায্য সহযোগিতা করার জন্য সরাসরি এই কাউন্সিলর জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এটি শুধুমাত্র পৌরসভার ইউনিয়ন গুলোর মধ্যে সীমাবদ্ধতা থাকে। একজন কাউন্সিলর পৌরসভার ইউনিয়ন গুলোর প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত হয়ে থাকেন এবং যারা জনগণের বিভিন্ন ধরনের কার্য অংশগ্রহণ করে জনগণের উপকার করেন। তাইতো পৌরসভার অধিবাসীগণের বিভিন্ন প্রয়োজনে কাউন্সিলরের নিকট দরখাস্তপত্র জমা দিতে হয়। ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকেই কাউন্সিলর নিকট দরখাস্ত লেখার সঠিক নিয়ম গুলো খুজে থাকেন। তাদের জানাতে আজকে কাউন্সিলরের নিকট দরখাস্ত লেখার নিয়ম গুলো তুলে ধরেছি। যেগুলোর মাধ্যমে প্রতিটি মানুষ কাউন্সিলরের নিকট সঠিক নিয়মে দরখাস্ত লিখতে পারবে।

কাউন্সিলর হচ্ছে বাংলাদেশের পৌরসভা এলাকাগুলোতে সিটি কর্পোরেশন কিংবা মেয়রের সদস্যদের পরে যিনি অবস্থান করেন তাকেই কাউন্সিলর বলা হয়। পরিষদের নির্বাচনে যেমন প্রতিটি জনগণের মাঝে ইউপি সদস্য অথবা মেম্বারগণ নির্বাচিত হয়ে থাকেন তেমনি একজন কাউন্সিলর পৌরসভার অধিবাসীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। পৌরসভার প্রতিটি ওয়ার্ড একজন করে কাউন্সিলর নির্বাচিত হন এবং তিনটি ওয়ার্ড মিলে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। প্রতিটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বারগণের মতো কাউন্সিলর নির্ধারিত কাজ রয়েছে যারা পৌরসভার বসবাসকারী মানুষের জনসেবা মুলক কাজ করে থাকেন। একজন কাউন্সিলর একটি পৌরসভার যে ওয়ার্ডের দায়িত্ব পালন করে থাকেন সেই ওয়ার্ডে বসবাসকারী প্রতিটি মানুষের সকল ধরনের শান্তি ও নিরাপত্তা রক্ষার কাজ করেন এবং তাদের মাঝে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে থাকেন। তারা মূলত পৌরসভার প্রতিটি ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা লক্ষ্যে নির্বাচিত হন।

কাউন্সিলর বরাবর দরখাস্ত লেখার নিয়ম?

ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের মাধ্যমে যেমন প্রতিটি ওয়ার্ডে মেম্বারগড় নির্বাচিত হন তেমনি পৌরসভা নির্বাচনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলনগর নির্বাচিত হন। যিনি প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন ধরনের শান্তি সেবা রক্ষামূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। তাইতো পৌরসভার বসবাসকারী প্রতিটি নাগরিকের কাউন্সিলরের নিকট বিভিন্ন বিষয়ে দরখাস্ত জমা দিতে হয়। এজন্য আজকে আমাদের প্রতিবেদনটিতে আমরা কাউন্সিলর নিকট দরখাস্ত লেখার নিয়ম গুলো উপস্থাপন করেছে। এই নিয়মগুলোর মাধ্যমে আপনারা প্রত্যেকে কাউন্সিলের নিকট দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন এবং সঠিক নিয়মে আপনার যেকোন প্রয়োজনে কাউন্সিলরের নিকট দরখাস্ত লিখতে পারবেন। নিচে কাউন্সিলর এর নিকট দরখাস্ত লেখার নিয়ম গুলো তুলে ধরা হলো:

তারিখ : ০৭ জন, ২০২৩

বরাবর

১ নং বাবুখা ইউনিয়ন পরিষদ

সিংগাইর, মানিকগঞ্জ

বিষয়: চর নয়াবাড়ী কেন্দ্র পুকুর সংস্কারের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে,চর নয়াবাড়ী গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি চর নয়াবাড়ী পুকুরটি দীর্ঘ দিন যাবৎ হাজামজ হয়ে পড়ে আছে। বহু দীন যাবৎ অব্যবহৃত থাকায় পুকুরটি ময়লা – আবর্জনা ও কচুরিপানার জঙ্গলে পরিনত হয়েছে । ফলে এটি যেমন মশামাছি , সাপখোপের আখড়ায় পরিনত হয়েছে, তেমনি এলাকার বাতাসে দুর্গন্ধ ও ছড়িয়ে পড়েছে । অথচ এ পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে যেমন সরকার অর্থনৈতিক ভাবে লাভবান হবে তেমনি এলাকার পরিবেশ ও নির্মল হবে।

অতএব, জনস্বার্থ বিবেচন করে চর নয়াবাড়ী কেন্দ্র পুকুরটি আশু সংস্কার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনীত –

এলাকাবাসী পক্ষে,

মোঃ আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *