নিয়ম

ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম?

রিজাইন লেটার বলতে মূলত কোন চাকরি থেকে অব্যাহতি প্রদানের জন্য যে লেটার কর্মসংস্থানের প্রধান কর্মকর্তা নিকটকে প্রেরণ করা হয় সেটি হচ্ছে রিজাইন লেটার । প্রতিটি কর্মসংস্থানে একজন মানুষ নিজের ইচ্ছামতো চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য রিজাইন লেটার প্রদান করে থাকে। ব্যক্তি জীবনে প্রতিটি লেটারের মত এই রিজাইন লেটার নিয়ম কানুন গুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তাই একজন মানুষকে কর্মসংস্থানে যেকোনো প্রয়োজনে রিজাইন লেটার প্রদান করতে হলে অবশ্যই সঠিক নিয়ম লেটার লিখতে হবে এবং সঠিক স্থানে প্রদান করতে হবে। এজন্য প্রতিবেদনটিতে আমরা আপনাদের উদ্দেশ্যে ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম গুলো তুলে ধরেছি। কেননা চাকরি ক্ষেত্রে এখন বাংলার পরিবর্তে ইংরেজিতে প্রদান করা হয়। তাইতো আমরা আপনাদের মাঝে ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম কানুন ও সকল তথ্য উপস্থাপন করেছি যে আপনাদের উপকারে আসবে।

রিজাইন লেটার বলতে সাধারণত কোন কর্মক্ষেত্রে অথবা অফিস আদালতে একজন ব্যক্তি নিজের ইচ্ছামত চাকরি নেওয়ার জন্য যে লেটার অফিস কর্তৃপক্ষের নিকট প্রদান করে থাকে সেটি হচ্ছে রিজাইন লেটার। অর্থাৎ যে লেটারের মাধ্যমে ব্যক্তি তার নিজের কর্মক্ষেত্র থেকে কর্ম বিরতি নিয়ে থাকে। পৃথিবীতে প্রতিটি মানুষ কোন না কোন কাজের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে এবং নিজের জীবনের সকল চাহিদা গুলো পূরণ করছে। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে ব্যক্তি পূর্ব পরিচিত কাজ থেকে বিরতি নিতে চায় যার কারণে অফিস কিংবা কর্মসংস্থানের প্রধানের নিকটতাকে রিজাইন লেটার প্রদান করতে হয়। চাকরির ক্ষেত্রে এসব লেটার বাংলা পরিবর্তে ইংরেজিতে গ্রহণযোগ্যতা বেশিরভাগ সে জন্য এখন প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের আবেদন করার জন্য বাংলা পরিবর্তে ইংরেজি কে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই বাস্তব ক্ষেত্রে প্রতিটি মানুষের ইমেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিটালবার্তা ও ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম সম্পর্কে জেনে নিতে হবে।

ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম?

প্রতিটি কর্মক্ষেত্রে একজন মানুষকে রিজাইন লেটার অফিসের নিকট প্রদান করতে হলে অবশ্যই ইংরেজিতে প্রদান করতে হবে। সুন্দরভাবে ডিজাইন দরকার নিয়ম কানুন গুলো জেনে নিয়ে চাকরি থেকে কর্ম বিরতি কিংবা অব্যাহতি নেওয়ার জন্য উপযুক্ত কারণসহ অফিস কর্তৃপক্ষের নিকট রিজাইন লেটারটি প্রদান করতে হবে। তাইতো আজকে তুলে ধরেছি এই প্রতিবেদনটিতে ইংরেজিতে রিজাইন লেটার লেখার সমস্ত নিয়ম কানুন। যেখানে আমরা আপনাদের মাঝে ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়মগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি যেগুলো প্রতিটি মানুষের উপকারে আসবে। আপনারা যারা কর্মক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে কর্ম অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে ইংরেজিতে সুন্দরভাবে রিজাইন লেটার লিখতে পারবেন এবং আপনার কর্মস্থল থেকে রিজাইন নিতে পারবেন। নিচে ইংরেজিতে রিজাইন লেটার লেখার নিয়ম গুলো তুলে ধরা হলো:

To
Head of HR
NRB Bank Limited
Corporate Head Office
89, Gulshan Avenue, Gulshan-1
Dhaka-1212.

Sub: Resignation Letter.

Dear Sir/Madam,
With due respect, I would like to inform you that, I, Md. Masudur Rahman, Employee Id-901710, am resigning from my position “Sales Executive” at Card Division from 30 September 2022.

I would want to resign from my position owing to my personal reasons/ banking policy.

I realize this is not enough time to hire and train a substitute, but I don’t have another choice. I will try my best to finish all my pending tasks before I leave.

Please accept my resignation letter & allow me to have a release order as soon as possible. Thank you, for the support & opportunities that you have provided me. I wish you the best of luck.

Your Sincerely
Signature
(Zamil Islam)
Employee Id-901710
Sales Executive
Card Division
NRB Bank Limited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *