বেতন বাড়ানোর জন্য আবেদন করার নিয়ম?
বেতন বলতে সাধারণত প্রতিটি মানুষ কর্মক্ষেত্রে কর্ম সম্পাদনের মাধ্যমে ন্যায্য মূল্যের পারিশ্রমিক গ্রহণ করাকে বোঝায়। এটি একজন দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সব থেকে বড় কর্মকর্তা নিজের কাজের মাধ্যমে যে পারিশ্রমিক অর্জন করে থাকেন সেই পারিশ্রমিককে বুঝিয়ে থাকে। বাংলাদেশের প্রতিটি চাকরিজীবীকে সম্মাননা প্রদানের জন্য মূলত বেতন প্রদান করা হয়। এই বেতন গ্রহণ করার মাধ্যমে প্রতিটি মানুষ নিজের পরিবারের প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য এবং নিজের চাহিদাগুলো পূরণ করে থাকে। প্রতিটি চাকুরীজীবী কাজের দক্ষতা প্রদান করার মাধ্যমে মূলত বেতন বাড়ানো হয়। এই বেতন বাড়ানোর জন্য একজন মানুষকে অফিসের প্রধান কর্মকর্তার নিকট আবেদন করতে হয়। আজকের এই প্রতিবেদনটিতে মূলত আমরা বেতন বাড়ানোর জন্য আবেদন সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরেছি। যা একজন মানুষের কর্ম ক্ষেত্রে বেতন বাড়ানোর জন্য সঠিকভাবে আবেদন করতে সাহায্য করবে।
বাংলাদেশে প্রতিটি শিক্ষিত নারী পুরুষ নিজের আত্মনির্ভরশীলতার জন্য কোন না কোন চাকরির সাথে নিজেকে যুক্ত করে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন। বাংলাদেশ সরকার প্রতিটি চাকুরীতে পদের ধরন অনুযায়ী নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সরকারি চাকরিজীবী নির্দিষ্ট পদে অংশগ্রহণ করে তার কাজ দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী পালন করার মাধ্যমে নির্দিষ্ট পারিশ্রমিক অর্জন করে থাকেন। এই পারিশ্রমিককে মূলত বেতন বলা হয়। যা মাসে কিংবা মাস শেষে একজন মানুষ পেয়ে থাকে। প্রতিটি মানুষ বেতন গ্রহণ করার মাধ্যমে সারা মাসের সকল চাহিদা খরচ বহন করে থাকে এবং তাদের সন্তানদের সুন্দরভাবে ভরণপোষণের দায়িত্ব গুলো পালন করে এছাড়া নিজেদের সকল চাহিদাই বেতন থেকে পূরণ করে থাকে। বেতন মূলত প্রতিটি কাজের পারিশ্রমিকের মূল্যে প্রদান করা হয়। এটি মানুষের সম্মান ও ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ও পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বেতন বাড়ানোর জন্য আবেদন
একজন মানুষ সরকারি কিংবা বেসরকারি চাকরিতে অংশগ্রহণ করুক না কেন নির্দিষ্ট বেতন লাভ করে থাকে। প্রতিটি চাকরিতে নিজের কাজের দক্ষতা প্রদানের মাধ্যমে একজন মানুষ প্রমোশন পেয়ে থাকে এবং তার বেতন বৃদ্ধি পায়। কাজের ধরানো দক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি পাওয়ার মাধ্যমে প্রতিটি মানুষকে বেতন বাড়ানোর জন্য অফিসের বড় কর্মকর্তার নিকট আবেদন করার প্রয়োজন পড়ে। অবস্যই এই আবেদনপত্র সঠিকভাবে লিখে প্রতিষ্ঠান প্রধানকে জমা দিতে হবে তাহলে শুধুমাত্র বেতন বাড়ানো সম্ভব। তাই আজকে আমরা আমাদের ওয়েবসাইটে বেতন বাড়ানোর জন্য আবেদন সম্পর্কিত তথ্যগুলো উপস্থাপন করেছি যেখানে সমস্ত রকম নিয়ম তুলে ধরা হয়েছে। যেগুলো বেতন বাড়ানোর জন্য আবেদন থেকে শুরু করে আবেদনপত্র জমা দেওয়ার সঠিক জায়গা সম্পর্কে জানতে সাহায্য করবে। নিচে বেতন বাড়ানোর জন্য আবেদন সম্পর্কিত তথ্যগুলো তুলে ধরা হলো:
বরাবর,
মহাব্যবস্থাপক
এসিএস টেক্সটাইলস লিমিটেড
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
বিষয়: বেতন বৃদ্ধির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আফজাল হোসেন এসিএস টেক্সটাইল লিমিটেডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে গত দুই বছর যাবত চাকরি করছি। চাকরির যোগদানের সময় আমার মূল বেতন ১০,০০০ টাকা সহ সর্বমোট ১৫০০০ টাকা ধার্য করে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করেন। বর্তমানে আমার কাজের অনেক উন্নতি হয়েছে এবং আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরিপূর্ণ কাজ করতে সক্ষম। বর্তমান পর্যায়ে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই সামান্য বেতনে আমার পরিবারের ব্যয় বহন করতে খুবই কষ্ট হচ্ছে। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করার জন্য সবিনয় আবেদন করছি।
অতএব ভবদীয় হুজুর সমীপে সানুনয় প্রার্থনা যে, দয়া করে আমার বেতন বৃদ্ধি করার পক্ষে হুজুরের মর্জি কামনা করছি।
তারিখঃ১১/০৬/২০২৩ইং।
বিনীত নিবেদক,
মোঃ শফিক হোসেন
এসিএস টেক্সটাইলস লিমিটেড